শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:১২

কবিতা: ভুল পোষাক

কবিতা: ভুল পোষাক

/ ২৩৩
প্রকাশ কাল: মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭

 

– আতিক আজিজ

আমি তার অপ্রেমের মূল ধরে টান দেবো।

এত বড় আহাম্মক নই যে, এই অপ্রেম

এই অন্যে সমর্পিত ব্যবহৃত কামনাকে দেখে চিনেও

চিনবো না। ভুল স্থাপত্য ভেঙে তোমার কাছেই যাবো।

শুধু তোমার কাছে-ই

তুমি ঠিক চিনে নাও; ফলাফল, প্রেম ও অপ্রেম,

তুমি ঠিক বুঝে নাও কোন অশ্র“ কতখানি

গভীর ভূর্গভ থেকে উঠে এসে ভেজায় গালের জমি ;

সব ছেড়ে তোমার কাছেই চলে যাবো।

 

এই চেনা ময়লা নামাবলী টান মেরে ফেলে দেবো;

নগ্ন পবিত্র উজ্জ্বল চামড়ায় আমি তোমার কাছেই যাবো,

এই ভুল পোশাক, ভুল পরিচয় আমি

দেশলাইকাঠির মুখে ধরে দেবো ঠিক-

 

বড় বেশি কথা সাজানো রয়েছে চারপাশে,

হিসেব নিকেশ ছিড়ে, ভিড়ের সংসর্গ ছেড়ে,

আমি শুন্য ছাদে যাবো। ঠান্ডা একলা নির্জন হবো

তোমার স্মৃতিতে। তোমাকে চুম্বন দেবো একশো আট

পদ্মের মতন।

 

সমস্ত আকাশ জুড়ে নক্ষত্রখচিত কালপুরুষের মতো

আমার সামনে দাঁড়াও; আমাকে আচ্ছন্ন করো,

জীবনের শেষ স্বাদ মৃগ্ধতার রেশ দাও;

দাও, দাও, ব্যগ্র হাত বাড়িয়েছি দেখেও দ্যাখো না?#




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2024