l
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৩৮ অপরাহ্ন
দুনিয়া জুড়ে: বেসরকারী সংস্থা, ‘বিগ ব্রাদার ওয়াচ’ তাদের পরিচালিত এক সমীক্ষায় বলেছে, প্রতি বছর নাগরিকদের প্রায় আড়াই লাখ ফোন-কল ও ইমেইল গোপনে শুনছে বা পড়ছে ব্রিটেইনের পুলিশ। প্রেসটিভির উদ্ধৃতি দিয়ে সংবাদ জানিয়েছে গ্লৌবালসিকিউরিটি ডট কম। এ তথ্য উন্মোচিত হয়েছে নাগরিক অধিকার সংরক্ষা অভিযানে পরিচালিত এক সমীক্ষায়।
প্রসঙ্গত, গত বছর উল্লিখিত আইনটির খসড়া প্রকাশিত হলে ক্ষমতাসীন জোটের উভয় পার্টির কয়েকজন এমপি এর বিরোধিতা করেন। এ বছরের গ্রীষ্মেই এটি আইন আকারে পাস হওয়ার কথা রয়েছে।
ব্রিটিশ সরকার নাগরিকদের ব্যক্তিগত ফোন-কল, এসএমএস, ইণ্টারনেট চ্যাট, ইমেইল ইত্যাদিতে আরও বেশি নজরদারি করতে কমিউনিকেশন ডেইটা বিল নামে একটি আইন প্রচলনের উদ্যোগ নিয়েছে। এটি চালু হলে সরকার যেকোন ব্যক্তির ল্যাণ্ডলাইন ও মোবাইল ফোন, এবং ইণ্টারনেটের মাধ্যমে কৃত যেকোনো যোগাযোগের তথ্য সংগ্রহ করতে পারবে। কমিউনিকেশন ডেইটা বিল ‘ব্রিটিশ নাগরিকদেরকে পীড়নের কাজেই ব্যবহৃত হতে পারে’ বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রীর প্রযুক্তি উপদেষ্টা বেন হ্যমার্স্লে।