l

মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন

আসছে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি থ্রি’

আসছে ‘সেক্স অ্যান্ড দ্য সিটি থ্রি’

এখানে শেয়ার বোতাম

বিনোদন ডেস্ক: টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানায়, হলিউড অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার সম্প্রতি বলেছেন, ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ সিরিজের আরও একটি সিক্যুয়াল তৈরির কথা ভাবছেন তিনি। সারাহ বলেন, সঠিক সময়ে সঠিক স্থানে আমার মনে হয় আমাদের গল্পটি বলা উচিত।

২০১২ সালে অভিনেত্রী সিনথিয়া নিক্সন এবং অভিনেতা ক্রিস নথ জানিয়েছেন, ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’-তে আর কাজ করতে চান না তারা। এর মধ্যে ‘সেক্স অ্যান্ড দ্যা সিটি’ সিনেমার বাকি কলাকুশলীদের অনেকেই তাদের চরিত্রে আর কাজ করতে আগ্রহী নন।

 

 

 


এখানে শেয়ার বোতাম


পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © 2021 shirshobindu.com