l

সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:৩০ অপরাহ্ন

অবসর নিলেন ফার্গুসন

অবসর নিলেন ফার্গুসন

এখানে শেয়ার বোতাম

গ্যালারী থেকে: ইংলিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল এক অধ্যায়ের ইতি টানলেন স্যার অ্যালেক্স  ফার্গুসন। এই মৌসুম শেষেই অবসরে যাওয়ার ঘোষণা দিলেন ম্যানচেস্টার  ইউনাইটেডের এই স্কটিশ ম্যানেজার।

ওল্ড ট্রাফোর্ডে ২৬ বছরের দীর্ঘ  ক্যারিয়ারে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুবার চ্যাম্পিয়ন্স লিগের মুকুট পড়েছে  ফার্গুসনের ম্যানইউ। সফলতার শীর্ষে উঠেই বিদায়ের ঘোষণা দিলেন ৭১ বছরের  ফার্গি,‘অনেক ভাবনাচিন্তা করে অবসরের সিদ্ধান্ত নিলাম। হালকভাবে এই  ব্যাপারটিকে নেইনি। এখনই সঠিক সময়। একটি ক্লাবকে সম্ভাব্য শক্তিশালী  অবস্থানে রেখে বিদায় নেয়া ছিল আমার জন্য গুরুত্বপূর্ণ, আমার বিশ্বাস তা  করতে পেরেছি।’

ম্যানইউর সঙ্গে  ফার্গুসনের শেষ ম্যাচ হতে যাচ্ছে ১৯ মে ওয়েস্টব্রুম আলবিওনের বিপক্ষে।

ধারণা করা হচ্ছে, ফার্গুসনের শূন্যস্থান পূরণ করবেন এভারটনের ডেভিড মোয়েস।

ম্যানেজারের দায়িত্বে ইতি টানলেও ক্লাবের পরিচালক বা  দূত হয়ে কাজ করে যাবেন ফার্গি, এমনটিই জানিয়েছে ইউনাইটেড।


এখানে শেয়ার বোতাম


পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © 2021 shirshobindu.com