l
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৮:১৬ অপরাহ্ন
স্বদেশ জুড়ে: ১১ মে শনিবার তোপখানা রোডে প্রতিবাদী নারী গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা তিনটার দিকে গণসমাবেশ শুরু হয়ে কদম ফোয়ারা থেকে পল্টন মোড় পর্যন্ত প্রদক্ষিন করবে বলে জানা যায়। অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই’ দাবিতে গত ২৭ এপ্রিল সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে এ সমাবেশের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৯ মে। পরবর্তীতে আবরো তারিখ পরিবর্তন করে তা ১১মে শনিবার করা হলো।
প্রতিবাদী নারী গণসমাবেশের উপদেষ্টা কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত জানান প্রতিবাদী নারী গণসমাবেশের পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। দেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির কারণে সমাবেশের সময় আবার পেছানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।