l
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন
স্বদেশ জুড়ে: দলের সহকারি সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া রায়কে প্রত্যাখ্যান করে রবিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ট্রাইব্যুনাল গঠনের পর থেকেই একে রাজনৈতিক প্রতিহিংসামূলক আখ্যা দিয়ে এর বিরোধিতা করে আসছে দলটি। আজ ট্রাইব্যুনালে কামারুজ্জামানের ফাঁসির রায় হয়। এর পরই বিকেলে এক বিবৃতিতে জামায়াতে ইসলামী রবিবারের হরতালের ঘোষণা দিয়েছে।
এদিকে, অরাজনৈতিক সংগঠন হিসাবে নিজেদের তুলে ধরতে হেফাজতে ইসলাম রোববার তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে।