l
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১০:৪০ অপরাহ্ন
দুনিয়া জুড়ে ডেস্ক: বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের মক্কা-মদীনা মহাসড়কে বাস উল্টে উমরাহ পালনকারী ১২ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় হতাহতদের বেশির ভাগই সিরিয়ার নাগরিক বলে জানা গেছে।
সৌদি রেডক্রসের মুখপাত্র আব্দুল্লাহ আল গামদী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটাকবলিত একালায় জরুরি ভিত্তিতে ২৩ সদস্যের একটি উদ্ধারকারী দল ও দু’টি হেলিকপ্টার পাঠানো হয়েছে। আহতদের মক্কা এবং জেদ্দার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, ৫০ জনের বেশি উমরাযাত্রী নিয়ে মক্কা থেকে মদীনায় যাওয়ার পথে বাসটির সামনের চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।