l
সোমবার, ০১ মার্চ ২০২১, ০১:৩১ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার ‘বোমা বিশেষজ্ঞ’ সৈয়দ আব্দুল করিম ওরফে টুন্ডাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। ভারত সরকার ঘোষিত মোস্ট ওয়ান্টেড ২০ সন্ত্রাসীর অন্যতম টুন্ডা। শুক্রবার রাতে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে টুন্ডাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ভারতের এনডিটিভি।
৭০ বছর বয়সী টুন্ডা একজন বোমা বিশেষজ্ঞ। শনিবার বিকেলে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। টুন্ডা ভারতের উত্তর প্রদেশের গাজিবাবাদ জেলার পিখুবা এলাকার বাসিন্দা।
ভারতে চালানো চল্লিশটিরও বেশি বোমা হামলার প্রধান পরিকল্পক হিসেবে করিম টুন্ডাকে বিবেচনা করা হয়। মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে ভারতীয় নাগরিক টুন্ডাকে দেশে ফেরত পাঠানোর পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দিল্লি পুলিশ। ভারতের মুম্বাই, হায়দারাবাদ, দিল্লি, রোহটক ও জলন্ধরে লস্কর ই তৈয়বার চালানো ধারাবাহিক বোমা হামলার পরিকল্পনাকারী হিসেবে তাকে দায়ী করা হয়। এসব হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত ও ৪শ’ জন আহত হয়।