l
বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:৩৩ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে। তার বক্তব্য রাজনৈতিক সঙ্কটকে আরও ঘনীভূত করেছে। দেশবাসী লক্ষ্য করছে, সরকারই দেশ ও জাতিকে অনিশ্চয়তা ও সঙ্কটের মধ্যে ঠেলে দিচ্ছে। আজ বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া সরকারের উন্নয়ন দুর্নীতির ফিরিস্তি। এসময় তিনি পদ্মা সেতু, কুইক রেন্টাল, ব্যাংকিং সেক্টর ও শেয়ারবাজারসহ বিভিন্ন দুর্নীতির বিষয় তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা আলমগীর বলেন, বিরোধী দল নয় সরকারই আইনের শাসন মানছে না। পঞ্চদশ সংশোধনীর যে রায় তার দুটি অংশের মধ্যে সরকার নিজেদের সুবিধার অংশটি রেখে সংবিধান সংশোধন করেছে। সরকার দেশবাসীকে বিভ্রান্ত করে রেখেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অধীনে ১৮ দল নির্বাচনে যাবে না। সেই নির্বাচন হতেও দেয়া হবে না। আমরা আশা করবো, সরকারের বোধোদয় হবে। এবং জনগণের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নেবে।