l
মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৫:০৮ পূর্বাহ্ন
শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মালয়শিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রথম দিন ২ হাজার ৪৩৩ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৩৮৭ জন বাংলাদেশি রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি সোমবার এক সংবাদ সম্মেলনে অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান,সারা দেশের ৪০টি এলাকায় অভিযান চালিয়ে রোববার মোট ৮ হাজার ১০৫ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের মধ্যে ২ হাজার ৪৩৩ জনকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক করা হয়। মালয়শিয়ার অভিবাসন দপ্তর, পুলিশ, সিভিল ডিফেন্স, জাতীয় নিবন্ধন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার প্রায় এক লাখ ৩৫ হাজার সদস্য এই অভিযানে অংশ নিচ্ছেন। অভিযানে প্রায় ৪ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের বলে গণমাধ্যমকে জানানো হয়।