l
মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:১৩ পূর্বাহ্ন
ফজলে আজিম: ইন্টারনেটে আপনার তথ্য চালাচালির ইতিহাস মুছে দিতে আত্মপ্রকাশ করল জাস্টডিলিট ডটমি নামের নতুন একটি ওয়েবসাইট। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সাইটটি ব্যবহার করে ইন্টারনেট থেকে নিজের ব্যক্তিগত সোশাল নেটওয়ার্ক পেইজের লিংক বা ইউআরএল মুছে ফেলা যাবে।
যুক্তরাজ্যভিত্তিক ডেভেলপার রব লুইস বলেন, এ সাইটটির মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে নিজের বিভিন্ন পেইজের ইউআরএল বা লিংক পেইজ ডিলিট করা যাবে। তবে এসব ডিলিট করতে কোমড় বেঁধে নামার আগে অন্তত একবার ভেবে নেবেন। ফেইসবুক, ফোরস্কয়ার, ড্রপবক্স এবং ফিডি থেকেও একই প্রক্রিয়ায় তথ্য ডিলিট করা যাবে।
জাস্টডিলিটডটমি সাইটটিতে ডিলিট করতে ‘সহজ’ এবং ‘কঠিন’ দুইটি বিষয়ে আগে থেকেই সতর্ক হতে হবে। সহজে এবং কঠিন উভয় প্রক্রিয়ায় তথ্য ডিলিট করা যাবে। যেমন অ্যামাজনডটকম এবং নিউ ইয়র্ক টাইমস-এর ওয়েবসাইটের তথ্য ডিলিট করা কঠিন। এদিকে মুভি ডিরেক্টরি আইএমডিবিডটকম এবং পেপালের ক্ষেত্রে নিজের অ্যাকাউন্টের তথ্য মুছে ফেলা সহজ।