l
মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৪:৩০ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জল্পনা-কল্পনা আর হাজারো মানুষের কৌতুহলকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত নিউমোনিয়ার কাছে হার মানলেন ৩৮০ কেজি ওজনের বিশালদেহী মানব সৌদি নাগরিক মাজেদ আলদুসারী। মঙ্গলবার দাম্মাম সেন্ট্রাল হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মাজেদ আলদুসারী অবিসিটি (স্থুলতা) রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত শুক্রবার হঠাৎ করে তার নিউমোনিয়া বেড়ে যায়। শেষ পর্যন্ত তার বিশাল দেহ থেকে আত্মা কেড়ে নিল নিউমোনিয়া।
মাজেদ আলদুসারীর চিকিৎসার জন্য বিমান যোগে আমেরিকা নেওয়ার কথা চলছিল। আমেরিকা থেকে একদল বিশেষজ্ঞও সৌদি আরব এসেছিলেন তার চিকিৎসার জন্য। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ডাক্তারদের শত চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি। মূলত, রক্তে অক্সিজেন সল্পতার কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।