l
বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৩:৪৬ অপরাহ্ন
শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: যুক্তরাষ্ট্রের কারাগারে এক বাংলাদেশি আত্মহত্যা করেছেন। মহররম ছিনতাইয়ের দায়ে তিন বছর সাজা খাটছিলেন। পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়ার একটি কারাগারে গত ৪ সেপ্টেম্বর তিনি আত্মহত্যা করেন।
জানা যায়, গরিব কৃষক পরিবারের সন্তান মহররম ডিভি লটারিতে জয়ী হয়ে ২০১১ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। তিনি ফিলাডেলফিয়ার একটি রেস্তোরাঁর ব্যবস্থাপকের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের দায়ে গত বছরের শুরুতে মহররমের তিন বছর কারাদণ্ড হয়। মহরমের এই মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছে প্রবাসী বাঙালিরা। এজন্য উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছে তারা। প্রবাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মহররমের লাশ ফিলাডেলফিয়া মর্গে রয়েছে। তা বাংলাদেশে পাঠাতে হলে কমপক্ষে ১০ হাজার ডলার দরকার। এজন্য বাংলাদেশ দূতাবাস এবং বিত্তবান প্রবাসীদের সহায়তা কামনা করেছেন তিনি।