l
শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৭:২০ পূর্বাহ্ন
শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক দেশ নির্বাচিত হয়েছে জাপান। দেশটির রাজধানী টোকিওতে পর্দা উঠবে ৩২তম অলিম্পিক আসরের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে টোকিও, মাদ্রিদ ও ইস্তান্বুলের মধ্য থেকে ভোটের মাধ্যমে টোকিওকে স্বাগতিক নির্বাচন করা হয়।
টোকিও সরকার এরই মধ্যে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার জমা করেছে অলিম্পিক ফান্ডে খেলার প্রস্তুতি বাবদ।
উল্লেখ্য, সবশেষ ১৯৬৪ সালে টোকিও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের অয়োজন করে। ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ব্রাজিলে।