l
মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ০৪:০৪ পূর্বাহ্ন
এবার অপরাধ তদন্ত করবে ইঁদুর! অপরাধ তদন্তে গোয়েন্দা বাহিনীকে সহযোগিতা করার জন্য পাঁচটি ইদুরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইঁদুরগুলো গন্ধ শুঁকে মাদক ও বিস্ফোরক দ্রব্য সম্পর্কে সাংকেতিক আওয়াজ দেবে সংশ্লিষ্ট বাহিনীকে। এ খবর নেদারল্যান্ডের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
জানা গেছে, বাদামী রংয়ের এই ইঁদুরগুলো আগামী বছর থেকেই তদন্তে নামবে। নেদারল্যান্ড ও ইউরোপীয় অঞ্চলের টেলিভিশনে প্রচারিত গোয়েন্দা ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র পইরট, ম্যাগনাম, ডেরিক, জেনসেন ও জানসেন নামে কাজ শুরু করবে তারা। বেসামরিক অপরাধ তদন্তের ক্ষেত্রে ইঁদুর ব্যবহারের ঘটনা এটাই প্রথম।