l
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৭:৩০ পূর্বাহ্ন
শীর্ষবিন্দু নিউজ: ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান দুই দিনের সফরে ঢাকা এসেছেন। বিশ্বের দেড় কোটি ইসমাইলিয়া মুসলিমের এই নেতাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
দাদা স্যার সুলতান মাহোমেদ শাহ আগা খানের উত্তরসূরি হিসেবে ১৯৫৭ সালে ২০ বছর বয়সে শিয়া ইমামী ইসমাইলিয়া মুসলিমদের নেতা হন আগা খান। ১৯৮০ সাল থেকে বাংলাদেশে বিশেষত পল্লী অঞ্চলে উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও শিক্ষা বিস্তারে এনজিওর মাধ্যমে কাজ করছে আগা খান ফাউন্ডেশন।
এবারের সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দীপু মনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশে আগা খান ডেভলপমেন্টের কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। রাতে তার সম্মানে নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতি সৌধে যাবেন আগা খান। ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি ঢাকায় নিজ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন আগা খান।