l
শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১১:৫০ পূর্বাহ্ন
শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর মতিঝিলস্থ জীবন বীমা ভবনের ১৩ ও ১৪ তলার মাঝামাঝিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে এ দু’টি তলার বেশ কিছু নথিপত্র পুড়ে যায। বুধবার দুপুরে হঠাৎ আগুন লাগার এ ঘটনা ঘটে। ভবনের নিজস্ব আগুন নির্বাপনী ব্যবস্থার পাশাপাশি ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আজ দুপুর ১২টার দিকে জীবন বীমা টাওয়ারের ১৪ ও ১৫ তলার মাঝের সিঁড়ি-সংলগ্ন বৈদ্যুতিক প্যানেল বোর্ডে শক সার্কিট হয়। সেখান থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। ওই আগুনের ধোঁয়া ও তার পোড়া গন্ধ ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়লে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, দুপুর ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে সদর দপ্তরের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। এতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদ ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন।