l

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন

বেশি দামের আশায় গরুকে খাওয়ানো হচ্ছে নিষিদ্ধ ওষুধ

বেশি দামের আশায় গরুকে খাওয়ানো হচ্ছে নিষিদ্ধ ওষুধ

এখানে শেয়ার বোতাম

শীর্ষবিন্দু নিউজ: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ীরা গরুকে নিষিদ্ধ ভারতীয় ওষুধ ডেক্সামেথাসোন খাওয়াচ্ছেন। এ ওষুধের মাত্রাতিরিক্ত প্রয়োগের ফলে গরু দ্রুত মোটাতাজা হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আবু ছালেহ দ্বীন মোহম্মদ বলেন, এ ওষুধ গরু মোটাতাজা করার জন্য নয়। তার পরও এ ধরনের ওষুধ গরুকে অতিরিক্ত খাওয়ালে তা যেমন ক্ষতিকর, তেমনি এসব গরুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর।

চিকিৎসকেরা বলছেন, এসব গরুর মাংস মানুষের শরীরের জন্য ক্ষতিকর। শিবগঞ্জের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, পবিত্র ঈদুল ফিতরের পরপরই তাঁরা বেছে বেছে দুর্বল গরু কেনেন। কিছুদিন লালন-পালন করার পর গরুকে নিষিদ্ধ ভারতীয় ডেক্সামেথাসোন বড়ি খাওয়ানো হয়। এতে অল্প কিছুদিনের মধ্যেই গরু মোটাতাজা হয়। এর ফলে ঈদুল আজহায় হাটে ভালো দাম পাওয়া যায়।

এ ব্যাপারে পল্লি পশু চিকিৎসক শাজাহান আলী বলেন, বলবর্ধক নিষিদ্ধ বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃত্ ও কিডনিতে পানি জমে। ওই পানি শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয়। ফলে গরু ফুলে যায়।

 

 

 

 


এখানে শেয়ার বোতাম


পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © 2021 shirshobindu.com