l
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৬ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ: সহস্রাব্ধ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। ইতোমধ্যে এ ক্ষেত্রে আমাদের কিছু সাফল্য অর্জিত হলেও আত্মতুষ্টির কিছু নেই। শনিবার দুপুরে রাজধানী মহাখালির ব্র্যাক সেন্টার ইনে ডায়লগ অন ডেলিভারি অব দ্য এমডিজিম ইন এলসিডিস অ্যান্ড রিফ্লেকশন অনপোস্ট-২০১৫ ইস্যুজ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডি চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, ইউএনডিপির প্রতিনিধি নীল ওয়াকার, সিপিডির সম্মানীত ফেলো দেবপ্রিয় ভাট্টচার্য, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সমাজকর্মী অ্যারোমাদত্ত এবং বিভিন্ন এনজিও ও সংস্থার প্রতিনিধিরা।
আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ণ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ধনী-দরিদ্র বৈষম্য, পরিবেশ সেক্টরে নানা রকম সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারেনি। সুশাসনের অভাবে দেশে উন্নয়ন পিছিয়ে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে সুশাসনের বিকল্প নেই।
নারী গ্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর বলেন, মনে রাখতে হবে দেশে গৃহহীন অনেক মানুষ রয়েছেন। অনেক বস্তিবাসীও আছেন। আমরা এটা বলতে পারি অস্ত্র তৈরি বন্ধ না হলে সেখানে টাকা ব্যয় হবেই। দেশের মানুষের জীবনযাত্রা উন্নয়ণ ছাড়া ভালো ফল আসতে পারে না।
গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তারা ভুল তথ্য সরবরাহ করেন। এখন মাতৃমুত্যুর হার একেবারে কম নয়। দেশে জনসংখ্যা বাড়ছে, শহরে ও গ্রামে ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছে।
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশে বেশ কিছু উন্নয়ণ হচ্ছে। প্রশ্ন হচ্ছে এসব উন্নয়নে সরকারের অবদান কি ? এমডিজি অর্জনে সরকারের তেমন কোন অবদান বা প্রণোদনা দেখা যায় না।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, বাংলাদেশ উন্নতি করছে। তারপরও এখানে মৌলিক প্রয়োজন নিশ্চিত হয়নি।এখনও নারী-পুরুষ, শহর-গ্রামের মানুষের পার্থক্য কমেনি।
বক্তারা আরো বলেন, শিক্ষা বেশি মাত্রায় ব্যয়বহুল ও বাণিজ্যিক হয়ে গেছে। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ণ ও মৌলিক প্রয়োজনের চেয়ে অনুৎপাদনশীলখাতে বেশি অর্থবিনিয়োগ হচ্ছে। আমাদের সরকার গুড গভর্নমেন্ট নয়। দেশে ধনী-দরিদ্র ব্যবধান ক্রমে বেড়ে চলছে। নানাভাবে আমরা এমডিজি অর্জনে কাজ করছি। তবে সুশাসনের বিকল্প নেই।