l
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৭ পূর্বাহ্ন
শীর্ষবিন্দু নিউজ: সুইজারল্যান্ডে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. মিজানুর রহমানের ওপর হামলা হয়েছে। একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে তার ওপর এ হামলা হয়। হামলাকারীদের একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ড. মিজান ২২শে সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায জুরিকস্থ ভেটিংগেন এলাকার একটি রেষ্টুরেন্টে সুইজারল্যান্ড আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদকের ছেলে তাজুল ইসলামের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল ড. মিজানুর রহমানের। এসময় কয়েকজন লোক অতর্কিতে তার ওপর হামলা চালায়। তারা তাকে কিল ঘুষি মারতে থাকে।
এসময় উপস্থিত প্রবাসীরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের সঙ্গেও ধস্তাধস্তি করে। এক পর্যায়ে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর ড. মিজান বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন কিনা তা জানা যায়নি।