বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:০০

গুগল কি মৃত্যুকে জয় করতে পারবে?

গুগল কি মৃত্যুকে জয় করতে পারবে?

/ ২০৫
প্রকাশ কাল: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

৪০ বছর বয়স্ক ল্যারি ফেজ। পৃথিবীর অ™ভুত, সফল কোম্পানি গুগলের সহ-প্রতিষ্ঠাদের একজন এবং কোম্পানিটির প্রধান নির্বাহী। অবশ্যই গুগল একটি সার্চ ইঞ্জিন কোম্পানি। এর চেয়েও গুরুত্বপূর্ণ তা একটি অনলাইন বিজ্ঞাপনী সংস্থা।

যদিও চালক বিহীন গাড়িসহ নানা ধরনের বিচিত্র ব্যবসা রয়েছে গুগলের। কিন্তু এই মূহর্তে গুগল হাতে নিয়েছে এক নতুন প্রজেক্ট। বিখ্যাত টাইম ম্যাগাজিনের চলতি সংখ্যায় প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছে গুগলের এ নয়া উদ্যোগকে নিয়েই। গুগল পরিকল্পনা করছে ক্যালিকো নামে একটি নতুন কোম্পানি চালু করার। যে কোম্পানি কাজ করবে মানুষের স্বাস্থ্য সমস্যা নিয়ে। মৃত্যুকে জয় করতে গবেষণা করবে গুগলের নতুন কোম্পানি।

ল্যারি পেজ বলেন, বিজ্ঞানে যে কোন নতুন উদ্যোগের ফল জানতে অপেক্ষা করতে হয় ১০-২০ বছর। নতুন এই উদ্যোগের ফল জানতেও এসময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটি প্রশ্ন উঠছেই। যে কোম্পানিটি প্রতিষ্ঠা হয়েছে তথ্য আর বিজ্ঞাপন নিয়ে কাজ করার জন্য তারা কেন মানুষের স্বাস্থ্য, মৃত্যুর মত বিষয় নিয়ে কাজ করছে। এ প্রশ্নের উত্তর খুঁজলে পাওয়া যাচ্ছে আরেকটি প্রশ্ন। গুগল ছাড়া পৃথিবীতে এ কাজ করার আর কে আছে?




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2024