l

সোমবার, ০৮ মার্চ ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন

বিয়ের সাধ ক্যাটরিনার

বিয়ের সাধ ক্যাটরিনার

এখানে শেয়ার বোতাম

বিনোদন ডেস্ক: বলিউডে চলছে বিয়ের মৌসুম। চলতি মাসের ১৫ তারিখ বিয়ে করতে যাচ্ছেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। এরপরই বিয়ের পিড়িতে বসবের প্রিয়াংকা চোপড়া ও নিক জোনস।

আর আগামী বছরের শুরুতে বিয়ের কথা রয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুর। মালাইকার সঙ্গে অর্জুনের বিয়ের তারিখ নিয়েও কথাবার্তা চলছে।

আর ঠিক এই সময়ে বিয়ে নিয়ে নিজের চিন্তাভাবনার কথা জানালেন ক্যাটরিনা কাইফ। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন ঠগস অব হিন্দুস্তান ছবির প্রচারে। আমির খানের সঙ্গে এ ছবিতে অভিনয় করেছেন তিনি।

এই প্রচারণাতেই নিজের মনের কথা বললেন তিনি। মুম্বইতে এ ছবির একটি প্রচারনায় ক্যাটরিনা বলেন, অভিনয় তো চলবেই। তবে বিয়েরও দরকার আছে।

কারণ আমাদের শীর্ষ অভিনেতা-অভিনেত্রীরা বিয়ে করতে যাচ্ছেন। এসব বিয়ের খবরে আমারও বিয়ে করার সাধ জন্মেছে। হেসে ক্যাটরিনা আরও বলেন, খুব শিগগিরই আমি বিয়ে করতে চাই। কারণ সবাইকে দেখে আমার হিংসে হচ্ছে। তাড়াতাড়ি বিয়ের ঘোষনা দেবো আমি।


এখানে শেয়ার বোতাম


পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © 2021 shirshobindu.com