l

সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৮:৫০ পূর্বাহ্ন

শাহরুখের সঙ্গে বড় পর্দায় স্ত্রী গৌরি খান

শাহরুখের সঙ্গে বড় পর্দায় স্ত্রী গৌরি খান

এখানে শেয়ার বোতাম

বিনোদন ডেস্ক: ছবি নির্বাচনের ক্ষেত্রে এখন বেশ সচেতন বলিউড বাদশা শাহরুখ খান। কারণ তার অভিনীত ছবিগুলো একের পর এক ফ্লপ যাচ্ছে।

যার ফলে সঠিক ভাবে ঘোষণা আসছে না পরবর্তীতে কোন ছবিতে চুক্তিবদ্ধ হবেন তিনি।

জানা গেছে, পরিচালক পুনিত মালহোত্রার পরিচালনা ও করণ জোহরের প্রযোজনার পরবর্তী ছবিতে দেখা যাবে শাহরুখকে।

চমকের বিষয় হলো এ ছবির মাধ্যমে শাহরুখের সঙ্গে প্রথমবারের মত বড় পর্দায় দেখা যাবে তার স্ত্রী গৌরি খানকে।

তবে গৌরী পর্দায় কী ভূমিকায় আসবেন, এ  বিষয়টি এখনো পরিষ্কার নয়।

উল্লেখ্য, এর আগে অনেক ছবিতেই কাজ করেছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর ও শাহরুখ খান।

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ এবং ‘মাই নেম ইজ খান’ ছবিগুলো সুপার হিট করেছিলো ভারতীয় বক্স অফিসে।


এখানে শেয়ার বোতাম


পুরানো সংবাদ সংগ্রহ

All rights reserved © 2021 shirshobindu.com