l
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৮:২৫ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: উদ্যোক্তা গ্রেগ ম্যাকডোনাল্ড বলেন, ব্রিটিশ অর্থনীতির জন্য ব্রেক্সিট কখনো ভালো খবর ছিল না। এতে বোঝা যায়, ব্রেক্সিটের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক পেশাজীবী। আর শীঘ্রই কিছু পেশার প্রভাবটা দেখা যাবে সরাসরি। এএফপি।
ব্রেক্সিট মানে লজিস্টিক্যাল বিশৃঙ্খলা– লরি চালক ভেলিনভ : অভিজ্ঞ লরি চালক ৭৪ বছর বয়সী দিমিতার লেলিনভ বলেন, আমার কাছে ব্রেক্সিটের অর্থ হচ্ছে লজিস্টিক্যাল বিশৃঙ্খলা। এটি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়াবে। ইউরোস্পিড নামে একটি কোম্পানির কাজ করেন ভেলিনভ।
সোফিয়া ভিত্তিক ওই কোম্পানির তিনশ জনের বেশি চালক রয়েছে। ভেলিনভ বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নজুড়ে পণ্য পরিবহন করি। আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ধরনের বাধা ছাড়া নিজের কাজটি করতে পারা। কোনো সীমান্তে এক–দুই দিন বসে থাকতে চাই না আমি।’
৯০ ভাগ জেলে ব্রেক্সিট চায় –স্যাম ক্রোয়ে : উত্তর লন্ডনের স্কারবোরো এলাকার জেলে স্যাম ক্রোয়ে বলেন, ‘আমরা বিচ্ছেদ চাই। ৯০ শতাংশ জেলে ব্রেক্সিট চান। আমি এখনো মনে করি, আমরা যা করি ও যা চাই সে তুলনায় এখনো আমাদের অন্ধকারে ফেলে রাখা হয়েছে।
আমরা যেসব মাছ, শামুক–ঝিনুক ও চিংড়ি আহরণ করি সেগুলো পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ খাবার। কিন্তু আমাদের কাজের যথেষ্ট প্রশংসা করা হয় না। ক্রোয়ে আরও বলেন, আমি শুনেছি রাজনীতিবিদরা আমাদের বিশেষ কোটা ও অন্যান্য ইইউ নাগরিকদের মৎস্য শিকার নিয়ে অনেক দর কষাকষি করেছেন। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
আমেরিকান ক্রেতারা ব্রিটেনে অপারেশন বন্ধ করেছে– উদ্যোক্তা গ্রেগ: গুডফিশ নামের ছোট একটি কোম্পানির প্রধান নির্বাহী গ্রেগ ম্যাকডেনাল্ড বলেন, আমেরিকান কাস্টমাররা ব্রিটেনে তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। আমি আমার কারখানা বন্ধ করে দিয়েছি মার্চ মাসে।
গুডফিশ অটোমোটিভ, মেডিক্যাল ও ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির প্লাস্টিক বিভিন্ন পার্টস উৎপাদন করে। গ্রেগের মতে, ব্রিটিশ অর্থনীতির জন্য ব্রেক্সিট কখনো ভালো কোনো খবর ছিল না। ব্রেক্সিটের কারণে তাদের প্রায় পাঁচ লাখ পাউন্ড লস হয়েছে। ১১০ জন কর্মীর মধ্যে ২০ জনের চাকরি গেছে।
যে অর্থনীতির প্রতি নিবেদিত ছিলাম সেটি নিরাপদ নয়– রেস্টুরেন্ট ব্যবসায়ী: ২২ বছর ধরে লন্ডনে বাস করেন রেস্টুরেন্ট ব্যবসায়ী প্যাসকাল অসিনাক। ফরাসি বংশোদ্ভূত প্যাসকাল বলেন, আমি ব্রিটিশ নাগরিক হয়েছি। গত ২০ বছর ধরে যে অর্থনীতির প্রতি আমি নিবেদিত ছিলাম, সেটি আর নিরাপদ নেই। ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। ২০২১ সাল ২০২০ থেকেও খারাপ হতে যাচ্ছে। আমরা কি টিকে থাকতে পারব? এটি হয়ে পড়েছে বড় প্রশ্ন। ব্রিটিশরা হসপিটালিটি শিল্পে কাজ করে না।
আন্তর্জাতিক ল্যাবরেটরি সহযোগিতা নিয়ে উদ্বিগ্ন – নিউরোলজিস্ট : এডিনবার্গ ইউনিভার্সিটির নিউরোলজিস্ট তারা স্পাইরেস–জোনস ব্রেক্সিটের পর ব্রিটেনের আন্তর্জাতিক ল্যাবরেটরি সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, ইইউ’র সদস্য হিসেবে এই সহযোগিতা ছিল খুবই সহজ।
রেগুলেশনে পরিবর্তন আসার মধ্য দিয়ে (যদি ইইউ থেকে ভিন্ন নিয়ম হয়) ব্রেইন ইস্যু ও লিভিং সেল নিয়ে তথ্য শেয়ার কঠিন হয়ে যাবে। ব্রিটিশ ডেমেনশিয়া রিসার্চ ইন্সটিটিউটের এই পরিচালক বলেন, প্রথম দিন থেকেই যন্ত্রপাতির মতো বিষয়ে অর্ডার করার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখে পড়ে যাব আমরা।
আমার ইইউ নাগরিকত্ব কেড়ে নেয়া হলো –গ্রিসে বাড়ির মালিক ব্রিটিশ: গ্রিসে বাড়ির মালিক ব্রিটিশ ওয়েন্ডি উইলয়ামস বলেন, আমার অনুভূতি হচ্ছে ব্রেক্সিট ভোটের মাধ্যমে আমার ইইউ নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। দ্য সান পত্রিকা থেকে অবসরের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ২০১৮ সালে গ্রিসের কেফালোনিয়া দ্বীপে একটি বাড়ি কেনেন ওয়েন্ডি। কিন্তু এখন আগের মতো ফ্রি’তে তিনি ও তার স্বামী চাইলেই ওই বাড়িতে যাওয়ার জন্য ভ্রমণ করতে পারবেন না। যদিও তাদের পরিকল্পনা ছিল গ্রিসে বেশি সময় কাটানো।
প্রসঙ্গত: ব্রিটেনবাসী ইইউ ত্যাগের পক্ষে গণভোটে রায় দেন ২০১৬ সালের ২৩ জুন। নানা আনুষ্ঠানিকতা শেষে কার্যকরভাবে ব্রিটেন ইইউ ত্যাগ করে ১ জানুয়ারি ২০২০। তারপর এক বছরের ক্রান্তিকাল শেষ হয় ৩১ ডিসেম্বর। এতে বিচ্ছেদের পর উভয়পক্ষের মধ্যে বাণিজ্যিক ও অন্যান্য সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণে দর কষাকষি করে শেষ পর্যন্ত উভয়পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। ব্রেক্সিটের মধ্য দিয়ে ব্রিটেন ইইউর একক বাজার ও কাস্টম ইউনিয়ন থেকে বের হয়ে গেছে।