l
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৮ অপরাহ্ন
সিলেটের মানুষের করোনার টিকা নিয়ে প্রথমে ভয় কাজ করলেও এবার সেই টিকায় আস্থা বেড়েছে। প্রতিদিনই বাড়ছে টিকা নিতে আগ্রহীদের সংখ্যা। সিলেটে রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এই কার্যক্রমের তৃতীয় দিনে সাধারণ মানুষের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনই টিকা নিতে আগ্রহীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নারী-পুরুষ সবাই টিকা নিতে আসছেন টিকা কেন্দ্রে। এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। যারা এ পর্যন্ত টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।
সূত্র জানায়, সিলেট নগরীতে দুটি কেন্দ্র ও ১৩টি বুথে চলছে টিকাদান কার্যক্রম। কেন্দ্র দুটি হচ্ছে- সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল। এর মধ্যে ওসমানী হাসপাতালে স্থাপন করা হয়েছে ১২টি বুথ এবং পুলিশ লাইন্স হাসপাতালে ১টি বুথ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এ দুটি কেন্দ্রে মোট ২ হাজার ৪৯ জন করোনার টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ হাজার ৭শ’৭৮ জন টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১১৭৮ ও নারী ৬০০ জন। অপরদিকে, মঙ্গলবার সিলেট বিভাগীয় পুলিশ (পুলিশ লাইন্স) হাসপাতাল করোনা টিকা নিয়েছেন ২৭১ জন নারী-পুরুষ। এর মধ্যে পুরুষ ২২৩ ও নারী ৪৮ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত সোমবার (৮ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে ৩ হাজার ৯৫৪ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৮শ ৮৫ ও নারী ১ হাজার ৬৯ জন। ওইদিন সিলেটে করোনার টিকা নিয়েছেন ১ হাজার ৭৪৮ জন; এরমধ্যে পুরুষ ১ হাজার ২৫৮ ও ৪৯০ জন নারী। সুনামগঞ্জে টিকা নিয়েছেন ৭৯১ জন; এরমধ্যে ৬৪৭ জন ও নারী ১৪৪ জন। হবিগঞ্জে টিকা নিয়েছেন ৫২১ জন; এরমধ্যে পুরুষ ৩৭৭ ও নারী ১৪৪ জন এবং মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৮৯৪ জন; এরমধ্যে পুরুষ ৬০৩ ও নারী ২৯১ জন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে ৮ হাজার ৫শ ৫৯ জন করোনার টিকা নিয়েছেন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ২শ ৮ ও মহিলা ২ হাজার ৩৫১ জন। ওইদিন সিলেটে করোনার টিকা নিয়েছেন ২ হাজার ৯৬৪ জন এরমধ্যে পুরুষ ২ হাজার ১৩২ ও ৮৩২ জন নারী। সুনামগঞ্জে টিকা নিয়েছেন ২ হাজার ১১ জন এরমধ্যে ১৫৫৭ জন পুরুষ ও নারী ৪৫৪ জন। হবিগঞ্জে টিকা নিয়েছেন ১ হাজার ৩৬৮ জন এরমধ্যে পুরুষ ১হাজার ৩০ ও নারী ৩৩৮ জন এবং মৌলভীবাজারে টিকা নিয়েছেন ২ হাজার ২১৬ জন এরমধ্যে পুরুষ ১৪০৮ ও নারী ৭২৭ জন।