l
সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:৪৬ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপকে (৯৯) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিংহাম রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে, তিনি অসুস্থ বোধ করার ফলে পূর্ব সতর্কতা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভর্তি করানো হয়েছে কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে। রাজপ্রাসাদের একটি সূত্র বলেছে, তাকে গাড়িতে করেই হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
সূত্র আরো বলেছে, কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন প্রিন্স ফিলিপ। তবে তার এই অসুস্থতা করোনা ভাইরাস সম্পর্কিত নয় বলে ওই সূত্র নিশ্চিত করেছেন। আগামী ১০ই জুন শততম জন্মদিন পালন করবেন প্রিন্স ফিলিপ।
হাসপাতালে বেশ ভাল আছেন তিনি। কয়েকদিন তিনি সেখানে থেকে বিশ্রাম নিতে পারেন। তবে রানী দ্বিতীয় এলিজাবেথ (৯৪) অবস্থান করছেন ইউন্ডসোর ক্যাসেলে।