l
সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৯:১১ পূর্বাহ্ন
সাম্প্রতিক বছরগুলোতে ইসলাম-বিদ্বেষ এবং মুসলমানদের ওপর ক্রমবর্ধমান চাপ তীব্রতর হয়েছে ফ্রান্সে। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম বিদ্বেষি চিন্তাভাবনার সমর্থনে ফ্রান্সের সংসদ সম্প্রতি নতুন একটি পদক্ষেপ নিয়েছে। -পার্সটুডে।
মঙ্গলবার ইসলাম ও মুসলমান বিরোধী একটি আইন পাস করেছে ফরাসী সংসদ। প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি সম্পর্কিত ওই আইনটির পক্ষে ভোট পড়েছে তিনশত সাতচল্লিশটি আর বিপক্ষে পড়েছে একশত একান্নটি। বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সিনেটে পাঠাতে হবে।
সত্তর অনুচ্ছেদের এই আইনের প্রয়োগ করে ফরাসি সরকার মসজিদসহ সকল ইসলামি কেন্দ্র বন্ধ করে দিতে পারবে। সেই সঙ্গে ফরাসি সরকার চরমপন্থি বলে তাদের কাছে বিবেচিত সকল বক্তৃতার আয়োজনও বন্ধ করতে পারবে।