l
শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৫:২২ অপরাহ্ন
শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: করোনাকালীন পরিস্থিতির কারণে ইংল্যান্ডের বৃদ্ধাশ্রমগুলোতে বৃদ্ধদের আত্নীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিলো। তবে এই নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের স্বাস্থ্য বিষষক সেক্রেটারী ম্যাট হ্যানকক। এ খবর দিয়েছে বিবিসি।
সোমবার ইংল্যান্ডের লকডাউন শিথিল করার পরিকল্পনা প্রকাশ করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তারপর থেকেই বৃদ্ধাশ্রমে আত্নীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন সকলে। তবে বৃদ্ধাশ্রমে প্রবেশের পূর্বে সকলকে পিপিই পরিধান করতে হবে এবং কয়েক ধাপে তাদের উপর জীবানুনাশক ছিঁটানো হবে বলে জানান হ্যানকক।
ইল্যান্ডের স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী লিজ ক্যান্ডাল বলেন, আমরাও চাই বৃদ্ধাশ্রমের সবাই তাদের প্রিয়জনদের সঙ্গে দেখা করুক, তবে তা অবশ্যই সুরক্ষিত উপায়ে।