রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬

দেবীর জন্য পৌনে চার কোটি রুপির স্বর্ণের মুকুট

দেবীর জন্য পৌনে চার কোটি রুপির স্বর্ণের মুকুট

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের তেলাঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হিন্দু ধর্মলম্বীদের দেবী ভদ্রকালির জন্য তিন কোটি ৭০ লাখ রুপি মূল্যমানের ১১ দশমিক ৭ কেজি ওজনের স্বর্ণের এক মুকুট বানিয়ে হইচই ফেলে দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার দুর্গা নভরাত্রির দিন দেবীর মাথায় ওই মুকুট স্থাপন করা হবে।

তেলাঙ্গানা পৃথক প্রদেশ হলে দেবীকে এ নৈবদ্য চড়াবেন বলে ব্রত করেছিলেন মুখ্যমন্ত্রী রাও। তেলাঙ্গানা সরকারের খরচে হায়দরাবাদের একটি নামকরা স্বর্ণালংকারের দোকানে ওই মুকুটটি তৈরি করা হয়েছে।

গতরাতে মুখ্যমন্ত্রী রাও সম্পূর্ণভাবে তৈরি মুকুটটি পরিদর্শন করেন।

তবে চন্দ্রশেখরের এমন চোখ কপালে তোলা কাজ এটিই প্রথম নয়। বিভিন্ন সময় জাক-জমকভাবে পালনকৃত ধর্মীয় অনুষ্ঠানের খরচ তিনি নিজেই দেন। আর এসব খরচের বিল অনেক সময় কোটি রুপিও ছাড়িয়ে যায়।

এ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে তিনি দাবি করেন, কোনো দুর্নীতি নয় বরং শুভাকাঙ্ক্ষিদের দানে সৃষ্ট নিজ ফাণ্ড থেকেই এসব খরচ মেটানো হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024