সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪

ইয়েমেন ত্যাগের নির্দেশ মার্কিন নাগরিকদের

ইয়েমেন ত্যাগের নির্দেশ মার্কিন নাগরিকদের

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিয়া জুড়ে ডেস্ক: জঙ্গি হামলার আশঙ্কায় ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সরে যেতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত রোববার থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ২০টি শহরে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক সপ্তাহের জন্য বন্ধ করে দেয়ার পর এই ঘোষণা এলো। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে, যা চলতি মাসের শেষ পর্যন্ত বজায় থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদ, পশ্চিমা দূতাবাস এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবনের পাশাপাশে সেনা বাহিনীর কয়েকশ সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। গত কয়েক দিনে আল কায়েদার অন্তত ১০ জন জঙ্গি সদস্য সানায় প্রবেশ করেছে বলে ইয়েমেনের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

আবু ধাবি, আম্মান, কায়রো, রিয়াদ, দাহরান, জেদ্দা, দোহা, দুবাই, কুয়েত, মানামা, মাস্কট, সানা ও ত্রিপোলিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কূটনৈতিক মিশন গত রোববার থেকে বন্ধ রাখা হলেও ইয়েমেনের বিষয়েই বেশি সতর্কতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। ইয়েমেনের দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইয়েমেনে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে আগেই।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আড়ি পেতে শোনা আল কায়েদার দুই শীর্ষ নেতার আলাপের সূত্র ধরেই দূতাবাস বন্ধের ওই সিদ্ধান্ত নেয়া হয়। আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি এবং সংগঠনের অপর এক শীর্ষ নেতার ওই কথোপকথনে নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার পর সবচেয়ে ভয়াবহ হামলার ছক নিয়ে আলোচনা হচ্ছিল বলে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

 

 

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024