মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০০

ম্যাচ হারলেও নতুন একটি ইতিহাস গড়েছেন টাইগার দলপতি মাশরাফি

ম্যাচ হারলেও নতুন একটি ইতিহাস গড়েছেন টাইগার দলপতি মাশরাফি

গ্যালারী থেকে ডেস্ক: ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। পরের ম্যাচটি কম রান করেও দারুণ দক্ষতায় জিতে নেয়।

তৃতীয় ওয়ানডেতে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে পায় ২৭৭ রানের সংগ্রহ। কিন্তু ১৩ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে শেষ ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। পাশাপাশি ২-১ ব্যবধানে জিতে নেয় সিরিজ।

তবে সিরিজ হাতছানি হয়েছে ঠিকই এরই মধ্যে আবার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নতুন একটি ইতিহাসও গড়ে ফেলেছেন। টাইগার ক্রিকেটারদের মধ্যে সবার শীর্ষে তিনি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখানে সেরা নাম মাশরাফি। সাকিব আল হাসানকে টপকে গেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি বিন মুর্তজা।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দুটি উইকেট তুলে একনম্বরে উঠে যান টাইগার অধিনায়ক। ১৬৬ ম্যাচে মাশরাফির উইকেট সংখ্যা এখন ২১৬। আর তিন ম্যাচ কম খেলে সাকিবের ২১৫টি।

ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে এগিয়ে ছিলেন সাকিবই। তবে এই সিরিজের ৩ ম্যাচে সাকিবের উইকেট ৩টি, সেখানে মাশরাফি নিয়েছেন ৮টি।

ওয়াডের ২১৬ উইকেটে পাশাপাশি টেস্টে ৭৮ ও টি-টুয়েন্টিতে ৩৮টি উইকেট নিয়েছেন মাশরাফি মুর্তজা।

২০৭ উইকেট নিয়ে মাশরাফি-সাকিবের পেছনে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ১১৯ উইকেট নিয়ে তার পরের অবস্থানে আরেক স্পিনার মোহাম্মদ রফিক। তবে আর কোনো টাইগার বোলার ১০০ উইকেট পাননি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024