আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। যীশুর এই জন্মতিথি ২৫ ডিসেম্বরকে প্রতিবছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনেকে বিশ্বের ভিন্ন দেশে বসানো হয়েছে প্রতীকী গোশালা।যার ব্যাতিক্রম হয়নি বাংলাদেশেও।উল্লেখ্য, বেথলেহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরেই যীশু খ্রিস্টের জন্ম। সে কথা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন, ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন নারীর প্রয়োজন ছিল। সেই নারীই হলেন কুমারী মেরি- মুসলমানদের কাছে যিনি পরিচিত বিবি মরিয়ম হিসাবে। খ্রিস্টিয় ধর্মবিশ্বাস মতে, ‘ঈশ্বরের অনুগ্রহে ও অলৌকিক ক্ষমতায়’ মেরি কুমারী হওয়া সত্ত্বেও গর্ভবতী হন।
ঈশ্বরের দূত গ্যাব্রিয়েলের (জিব্রাইল) কথা মতো শিশুটির নাম রাখা হয় ‘যীসাস’। তৎকালীন ইহুদি সম্প্রদায়ের মধ্যে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে আবির্ভূত এ শিশুটিই বড় হয়ে খ্রিস্টয় ধর্ম প্রচার করেন। ইসলাম ধর্ম মতে যাকে হযরত ঈসা (আ.) বলা হয়।
Leave a Reply