মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২

নিজ দেশের খাবার দিয়ে ব্রিকস বিশ্বনেতাদের আপ্যায়ন করলেন ভারতের প্রধানমন্ত্রী

নিজ দেশের খাবার দিয়ে ব্রিকস বিশ্বনেতাদের আপ্যায়ন করলেন ভারতের প্রধানমন্ত্রী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিকসে অংশগ্রহনকারী ব্রাজিল, রাশিয়ান, ইন্ডিয়া, চায়না ও সাউথ আফ্রিকান বিশ্বনেতাদের ভারতীয় খাবারে আপ্যায়ন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ খবর দিয়েছে অনলাইন ওয়াশিংটন পোস্ট।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় পর্যটন নগরী গোয়ায় একটি পাঁচ তারকা হোটেলে এ নৈশভোজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, ব্রাজিলের মাইকেল তেমের, দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমা। এর পাশাপাশি ছিলেন ব্রিকসের সদস্য দেশগুলোর বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও সরকারি কর্মকর্তা।

আরব সাগরের পাড়ে অবস্থিত ওই পাঁচ তারকা হোটেলের সুবিশাল লনে এ নৈশভোজ আয়োজন করা হয়। এতে পরিবেশন করা হয় ভারতীয় সুস্বাদু বিভিন্ন খাবার। এতে ভারতের নৃত্য ও সঙ্গীতশিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। শনিবার আনুষ্ঠানিকভাবে  শুরু হয়। এদিন আলোচনায় ভারত গুরুত্ব সহকারে তুলে ধরে সন্ত্রাস ইস্যু।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি এলাকায় সন্ত্রাসী হামলায় ভারতীয় ১৯ সেনা সদস্য নিহত হন। ভারতের অভিযোগ, ওই সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে এসেছে পাকিস্তান থেকে। এ ইস্যুটি তুলে ধরে ভারত সন্ত্রাসের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে মোদি এ বিষয়টিকে প্রধান ইস্যু করেন। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানের পক্ষে রাশিয়ার সমর্থন চান। এরপর যৌথ এক বিবৃতিতে পুতিন ও মোদি সন্ত্রাস ও তাদের সমর্থকদের বিষয়ে শূন্য সহনশীলতার ঘোষণা দেন।

সরকারি কর্মকর্তারা বলছেন, ব্রিকস সম্মেলনের শেষে সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত একটি বিবৃতির জন্য চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু সে উদ্যোগে চীন একমত হবে কিনা তা পরিষ্কার নয়। যেসব দেশ সন্ত্রাসী গ্রুপগুলোর নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে তারা নিন্দা জানাবে কিনা তাও পরিষ্কার নয়।

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আসছে ভারত। তারা বলছে, সন্ত্রাসীদের কর্মকা- চালাতে নিজেদের ভূখন্ড ব্যবহার করতে দিচ্ছে পাকিস্তান। কিন্তু এ অভিযোগ বার বারই অস্বীকার করছে পাকিস্তান। শনিবার দিন শেষে এ বিষয়টি চীনা প্রেসিডেন্টের কাছে তুলে ধরার কথা নরেন্দ্র মোদির। তাদের বৈঠকে এ নিয়ে কি আলোচনা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি।

বিশেষভাবে উল্লেখ্য, এ সম্মেলনে ভারত শতাধিক সাংস্কৃতিক, বাণিজ্যিক ও খেলাধুলার ইভেন্ট তুলে ধরার চেষ্টা করছে। আয়োজন করা হয়েছে বাণিজ্য মেলা। এতে ব্রিকস দেশগুলোর ছোট-বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে অংশ নিয়েছে।

ব্রিকসের ৫ টি দেশে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ বাস করে। বিশ্ব অর্থনীতির এক চতুর্ভাগ আসে এ দেশগুলো থেকে। এর মোট পরিমাণ ১৬ লাখ ৬০ হাজার কোটি ডলার।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024