বলিউডের হার্টথ্রব আলোচিত নায়ক সালমান খানের জন্য যোগ্য স্ত্রী হচ্ছেন ক্যাটরিনা কাইফ।এই খবর জানিয়ে বিয়ে সংক্রান্ত একটি ওয়েবসাইটের জরিপে এ তথ্য জানা যায়।। প্রকাশিত জরিপে বিশেসভাবে উল্লেখ করা হয়েছে, জনসাধারনের জরিপ অনূযায়ী একমাত্র ক্যাটরিনাই সালমানের যোগ্য স্ত্রী হতে পারেন। জরিপে অংশ নেয়া ২১ হাজার মানুষের মধ্যে প্রায় ৭০ শতাংশ ক্যাটরিনা সালমানের ব্যাপারে এমন মতামত তুলে ধরেন। এর বাইরে জরিপে স্থান পাওয়া আরেকটি মজার তথ্য হচ্ছে, ৬২ শতাংশ পুরুষ চায় না সালমান বিবাহিত জীবনে প্রবেশ করুক। কিন্তু ৬০ শতাংশ নারী মনে করেন, সালমানের এখনই বিয়ে করে সংসারিক হওয়া উচিত।
Leave a Reply