শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে বৃহস্পতিবার ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতিরা। শুক্রবার হুতিদের সংবাদ মাধ্যম মিসাইল নিক্ষেপের খবর নিশ্চিত করেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি স্টেট নিউজ এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
তবে হুতিরা বলছে, তারা মক্কার উদ্দেশে মিসাইল ছুড়েনি। তারা জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল।
হুতিদের নিক্ষেপ করা মিসাইলটি ছিল বুরকান-১। মক্কার উদ্দেশে নিক্ষেপ করা মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে সৌদি জোট সেনা। মক্কা থেকে ৬৫ কিলোমিটার দূরে উড়ে আসা মিসাইলকে অন্য একটি মিসাইল দিয়ে ধ্বংস করে দেয়া হয়।