বিনোদন ডেস্ক: মালাইকা আর আরবাজ খানের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে অনেক দিন ধরেই। কেউ বলছেন, বিবাহ বিচ্ছেদ প্রায় নিশ্চিত। আবার কারও মত এই মনমালিন্য সাময়িক। অদূর ভবিষ্যতে এই সম্পর্ক স্বাভাবিক হবেই।
কারণ, দিন কয়েক আগেই মালাইকার মায়ের বাড়িতে একটি ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করেন মালাইকা। সেখানে দেখা গিয়েছিল আরবাজ খানকেও।
শোনা যায়, আরবাজকে ওই পার্টিতে আমন্ত্রণ জানান মালাইকা নিজেই। কিন্তু এর কিছুদিন পরই দিওয়ালিতে আরবাজ আর মালাইকাকে অন্যান্য বছরের মতো আর এক সঙ্গে দেখা গেল না। আরবাজ-মালাইকার সম্পর্কের এই ভাঙনে অর্জুন কাপুরকে দায়ী করছে বলিউডের একটা মহল। বহু দিন ধরেই বি-টাউনের গুঞ্জন, মালাইকার সঙ্গে নাকি অর্জুন কাপুরের সম্পর্ক তৈরি হয়েছে।
আর সেই কারণেই চিড় ধরেছে মালাইকা-আরবাজের সম্পর্কে। বি-টাউনের একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, সম্প্রতি মধ্যে রাতে এক অভিনেতাকে দেখা গিয়েছে মালাইকার বাড়িতে।
কিন্তু কে সে? তিনি আর কেউ নন। অর্জুন কাপুরই।
রিপোর্টে আরও দাবি করা হয়েছে, এটাই প্রথম বার নয়। এর আগেও বেশ কয়েক বার মালাইকার বাড়ির সামনে অর্জুনের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। বিগত কয়েক মাস ধরে মালাইকার বাড়িতে অর্জুন কপূরের যাতায়াত বেড়েছে।
কিন্তু কেন? মালাইকা-অর্জুন কি শুধুই বন্ধু! নাকি বি-টাউনে এঁদের নিয়ে চলা গুঞ্জন আসলে সত্যি? এ ব্যপারে স্পষ্ট কোনও উত্তর পাওয়া না গেলেও সাম্প্রতিক এই খবর কিন্তু মালাইকা-অর্জুনকে নিয়ে জল্পনা আরও উষ্কে দিল!