শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: আগামী বছর দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৫ জানুয়ারি। মাঝে চারদিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে তবলিগ জামায়াতের সবচেয়ে বড় এই আসরের দ্বিতীয় পর্ব। এ পর্ব শেষ হবে ২২ জানুয়ারি।
বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ইজতেমায় বিদেশী মেহমানদের নিরাপত্তা ও তাদের ভিসা সহজীকরণ বিষয়ে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
ইজতেমায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।