মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯

ব্রেক্সিট আটকে দেবে লেবার একক বাজার সুবিধা না পেলে

ব্রেক্সিট আটকে দেবে লেবার একক বাজার সুবিধা না পেলে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে’র সরকারকে এবার নতুন করে এক হুমকি দিলেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

তিনি বলেছেন, যদি তেরেসা মে’র সরকার একক বাজার সুবিধা অর্জনে ব্যর্থ জন তাহলে তার দল ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া আটকে দেবে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পার্লামেন্টে লিসবন চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করা নিয়ে যে ভোট হওয়ার কথা রয়েছে তার দল আর্টিকেল ৫০ সক্রিয় করার বিরুদ্ধে ভোট দেবে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট।

লেবার দলের এ নেতা সানডে মিররকে বলেছেন, যদি একক বাজার সুবিধা আদায়ে সরকার ব্যর্থ হয় তাহলে অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার বিরুদ্ধে ভোট দেবে তার দলের সঙ্গে কনজার্ভেটিভ দলের বিরুদ্ধ এমপিরা ও বিরোধী অন্য দলের এমপিরা। ব্রেক্সিট বিষয়ে লেবার দলের চাহিদা পূরণে যদি সরকার ব্যর্থ হয় তাহলে হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তেরেসা মে’কে আগাম নির্বাচন দিতে বাধ্য করা হবে।

এরই আগে হাইকোর্টে রায় দিয়েছে যে, অনুচ্ছেদ ৫০ সক্রিয় করার আগে তা পার্লামেন্টে ভোটে দিতে হবে সরকারকে। পার্লামেন্ট যদি এ প্রক্রিয়াকে অনুমোদন করে তাহলেই সরকার ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবেন। তবে হাই কোর্টের এ নির্দেশনার বিরুদ্ধে আপিল করেছে সরকার। এর শুনানি হওয়ার কথা রয়েছে ডিসেম্বরের শুরুর দিকে। সরকারের বিরুদ্ধে ব্রেক্সিট বিরোধী একটি জোট কাজ করছে। তারাই এ বিষয়টি আদালতে তুলেছে।

তাদের আইনজীবীরা বলেছেন, সাংবিধানিক আইন অনুযায়ী, বৃটিশ জনগণের অধিকারের বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে পার্লামেন্ট। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ত ত্যাগ করলে কিছু অধিকার ছাড়ার বিষয়েও সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট।

জেরেমি করবিন বলেছেন, এক্ষেত্রে পার্লামেন্টকে অবশ্যই আমলে নিতে হবে। এটা বড় একটি সিদ্ধান্ত দিয়েছে আদালত। তবে আমরা গণভোটের ফল মেনে নিয়েছি। আমরা গণভোটকে চ্যালেঞ্জ করছি না। আমরা দ্বিতীয় কোনো গণভোটের কথা বলছি না। আমরা ইউরোপে বৃটেচনের বাজার সুবিধার কথা বলছি না।

যদি এক্ষেত্রে একটি আগাম নির্বাচন দেয়া হয় তার জন্য প্রস্তুত লেবার পার্টি। সরকার যদি একটি আগাম নির্বাচন দেয় তার জন্য আমরা প্রস্তুত। আমাদের সদস্য আছে। আমরা সংগঠিত। আমরা সে চ্যালেঞ্জকে স্বাগত জানাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024