সুমন আহমদ: সদ্য সমাপ্ত মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্সে ১০ হাজার মিটার দৌড়ে স্বর্ণ জয় করে ব্রিটেনের মুখ উজ্জ্বল করেছেন্ মো ফারাহ। ব্রিটিশ এই নাগরিক লন্ডন অলিম্পিকেও তার এই অসাধারণ কৃতিত্বের সাক্ষর রাখেন। বিশ্বে বিটেনকে তুলে ধরতে ফারাহ‘র এই অবদান অপরিসীম বলে দেখছেন সবাই।
ফারাহ তার কৃতিত্বের কথা গণমাধ্যমের কাছে এইভাবেই বলেন, আমি খুবই আবেগআপ্লুপ যে, অনেনকটা এই সময়েই গত বছর লন্ডন অলিম্পিকে আমি প্রথম জয় কেড়ে আনি যা আমি মনে করি বৃটেনের জন্য খুবই গর্বের বিষয়। আমি নিজেকেও খুবই গর্বিত মনে করছি।
ব্রিটিশ সোমালিয়ান দ্বৈত নাগরিকত্বের অধিকারী ফারাহ এ সময় গভীরভাবে স্মরণ করেন মহান সৃষ্টিকর্তাকে। তিনি বলেন, ওপরওয়ালার অবদান ছিল আমার জয়ের পেছনে। আমি তার কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন।
Leave a Reply