সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:০৯

মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্সে ব্যর্থ বাংলাদেশের মেসবাহ

মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্সে ব্যর্থ বাংলাদেশের মেসবাহ

গ্যালারী থেকে ডেস্ক: মস্কোয় বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপ থেকে বাংলাদেশের একমাত্র আথলেট মেসবাহ আহমেদকে হতাশা নিয়েই ফিরতে হয়েছে। ১০০ মিটার দৌড়ের হিটে অংশ নেওয়ার যোগ্যতাও অর্জন করেননি বাংলাদেশের দ্রুততম মানব। বাদ পড়েছেন হিটের আগের প্রিলিমিনারি রাউন্ড থেকেই।

শনিবার ১০০ মিটার দৌড়ে নিজের সেরা টাইমিংয়ের ধারেকাছেও যেতে পারেননি মেসবাহ। তিনি সময় নেন ১১ মিনিট ২৩ সেকেন্ড। গত বাংলাদেশ গেমসে ১০.৭৫ সেকেন্ডে দৌড়েছিলেন তিনি। এই টাইমিং করলেও প্রিলিমিনারি রাউন্ড পেরিয়ে হিটে যাওয়ার সুযোগ ছিল তার।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে অনেক অ্যাথলেট এ রাউন্ডে বাদ পড়লেও নিজেদের সেরা টাইমিংটা করেছেন। অথচ মেসবাহ সময় নিয়েছেন নিজের সেরা টাইমিংয়ের চেয়েও দশমিক ৪৮ সেকেন্ড বেশি। তবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অ্যাথেলেটিক্স ফেডারেশনের (আইএএফ) ওয়েবসাইট অনুযায়ী মেসবাহ আহমেদের সেরা টাইমিং ১০.৯৯ সেকেন্ড। সে হিসেবেও নিজের সেরার চেয়ে ২৪ সেকেন্ড বেশি নিয়েছেন মেসবাহ।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024