শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চমকপ্রদ জয়ের পরের দিনই দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ প্রত্যক্ষ করতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। বিভিন্ন অঙ্গরাজ্যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।
শুরুর দিকে প্রেসিডেন্ট পদ থেকে ট্রাম্পের সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভাকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করলেও দেশটির বিভিন্ন রাজ্যে এখন সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ অবস্থার মধ্যেই শনিবার ট্রাম্প হোটেলের সামনে প্রতিবাদকারীরা ট্রাম্পের স্ত্রী ও বিখ্যাত মডেল মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে ওঠা এক ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ‘রেইপ মেলানিয়া’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। শনিবার ট্রাম্প হোটেলের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে ওই প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
এদিকে ‘রেইপ মেলানিয়া’ ছবিটি ভাইরাল হয়ে ওঠার পর অনেক টুইটার ইউজার সেটিকে ট্রেন্ডিং টপিক হিসেবে নিজেদের ফিডে দেখতে পান। বিষয়টি বিতর্কিত হওয়ার কারণে সেটিকে বাদ দেয়ার দাবি উঠলেও আলোচিত বিষয় হয়ে ওঠার কারণে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি তা সরিয়ে ফেলেনি।
এদিকে রেইপ মেলানিয়া ট্রেন্ডিং হওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ ওয়াশিংটন পোস্টকে জানায়, বিষয়টি এমন নয় যে, এর মাধ্যমে যৌন নির্যাতনকে উৎসাহ দেয়া হয়েছে বরং বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডের ভাষার নিন্দা জানানো হয়েছে।
গত মার্চে বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পর ‘স্টপ ইসলাম’ হ্যাশট্যাগের কারণে এমন বিতর্কিত ঘটনা ঘটেছিল। তবে ট্রেন্ডিং বিষয়টি টুইটার কর্তৃপক্ষ প্রত্যাহার করেনি। অবশ্য ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার পর টুইটার থেকে তা সরিয়ে নেয়া হয়।