স্বদেশ জুড়ে: আওয়ামী সরকারের উন্নয়নের ফিরিস্তি দিয়ে লাগানো বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। ঈদের আগে পুরো রাজধানীজুড়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরা শ’ শ’ বিলবোর্ড লাগানো হয়। তবে ওইসব বিলবোর্ড কারা লাগিয়েছে তা উল্লেখ ছিল না।
যদিও ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যে স্পষ্ট হয় সরকারের পক্ষ থেকেই এই বিলবোর্ড লাগানো হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় রোববার রাত থেকে তা সরানোর কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে শেরাটন মোড়, আগারগাঁও ও মিরপুর এলাকার কিছু বিলবোর্ড সরানো হয়েছে। পর্যায়ক্রমে বাকি বিলবোর্ডগুলোও সরিয়ে ফেলা হবে বলে সূত্র জানিয়েছে।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, আমাদের যা ক্ষতি হবার তা হয়ে গিয়েছে। আমরা ঈদে কাস্টমারদের কাছ থেকে কোন পেমেন্ট পাইনি। আমাদের কর্মচারীদের বেতন বোনাস দিতে পারিনি। পালিয়ে বেড়াতে হয়েছে কোন বিল পরিশোধ করতে না পারা, বেতন-বোনাস বঞ্চিতদের কাছ থেকে। এখন আর এসব সরিয়ে কি লাভ হবে?
Leave a Reply