শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭

ব্রিটেনে সিলেটি যুবক খুন: অভিযুক্ত জেল হাজতে

ব্রিটেনে সিলেটি যুবক খুন: অভিযুক্ত জেল হাজতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে এক প্রবাসী বাংলাদেশীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। পশ্চিম লন্ডনের হিলিংডন অবৈধ অভিবাসী অপসারণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। জানা আসাদ ইউসিফ (৩১) নামের এক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশী তারেক চৌধুরীকে (৬৪) হত্যার অভিযোগ ওঠে।

পরে তারেক চৌধুরীকে হারমন্ডসওয়ার্থ এলাকার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের অভিযোগে আসাদ ইউসিফকে শনিবার হেনডন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, তারেক চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১২ বছর আগে ব্রিটেনে পাড়ি জমান তারেক চৌধুরী।

তবে সেখানে বসবাসের বৈধ নাগরিকত্ব সনদ তার ছিল না। এ কারণে সম্প্রতি তাকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে অভিবাসী অপসারণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই হামলার ঘটনায় প্রাণ হারান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024