সিলেটে ঘন কুয়াশার কারণে তাদের অনেক ফ্লাইট বিলম্বে যাত্রা এবং অবতরণ করতে বাধাগস্ত্র হচ্ছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলইন্স কতৃপক্ষ । এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ২টা ৫০ মিনিটের একটি ফ্লাইট নম্বর BG-036 বাতিল করে দেয় বিমান কর্তৃপক্ষ। এই ঘোষণা শোনার পর পরই যাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেন। বিমান বন্দরে তারা তাদের সমস্যার কথা জানিয়ে কোন সমাধান না পেয়ে মজুমদারীস্থ সিলেট বিমান অফিসে এসে বিক্ষোভ শুরু করেন। কর্তৃপক্ষ এক পর্যায়ে আজ শনিবারের ফ্লাইটে ঢাকা পাঠানোর প্রতিশ্রুতি দিলে যাত্রীরা শান্ত হোন।
এসময় উপস্তিত সাংবাদিকদের তারা জানান, লন্ডনে তাদের বাচ্চাদের স্কুল খোলার পর অনুপস্তিতির কারণে জরিমানাসহ বাচ্চাদের স্কুলের রেজিষ্টার থেকে বাতিল করে দেওয়া সংক্রান্ত জকিটলতায় পড়তে পারেন। চাকুরিজীবিরাও অভিযোগ করে বলেন, নিদ্রিষ্ট সময়ে কাজে ফিরতে না পারলে কাজ হারানোর মতো বাস্তব অভিঞ্জতার সম্মুখিন হতে পারেন।
Leave a Reply