বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৫১

কাঁচা হলুদের অসাধারণ সব ব্যবহার

কাঁচা হলুদের অসাধারণ সব ব্যবহার

শরীর স্বাস্থ্য ডেস্ক: কাঁচা হলুদ আমাদের হাতের কাছে সব সময় থাকে কিন্তু আমরা অনেকে এটার গুনাগুন জানি না। জানি না এটি কিভাবে আমাদের সব সমস্যার সমাধান করে। কাঁচা হলুদ কিন্তু দারুন একটা জিনিস যার রয়েছে চমৎকার সব ব্যবহার। সেগুলো কি জানেন না? তবে জেনে নিন।

১। ত্বক ফর্সা করতে:ত্বক ফর্সা করতে কাঁচা হলুদের জুড়ি নেই। হলুদের কিছু প্যাক আপনার ত্বকের রঙ করে তুলবে ফর্সা। দেখে নিন প্যাকগুলোঃ

*তৈলাক্ত ত্বকের জন্য: ১ চা চামচ হলুদের রস,১ চা চামচ মধু,১ চা চামচ চন্দন গুড়ো,১ চা চামচ মুলতানি মাটি। সব উপকরণ এক সাথে মিশিয়ে মুখে লাগান। ৩০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। হলুদ আপনার ত্বক ফর্সা করবে। চন্দন ত্বক ফর্সা করবে ও কালো দাগ দূর করবে। মধু ত্বকে মস্চারাইজারের কাজ করবে ও কালো দাগ দূর করবে। মুলতান মাটি ত্বকের তৈলাক্ত ভাব দূর করবে।

*শুষ্ক ত্বকের জন্য: ১ চা চামচ হলুদের রস,১ চা চামচ দুধ,১ চা চামচ বেসন,১/২ চামচ চন্দন গুড়ো। উপকারগুলো ভাল করে মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বক ফর্সা করবে। দুধ ত্বকের শুষ্ক ভাব দূর করবে।

*স্বাভাবিক ত্বকের জন্য: ২ চা চামচ হলুদ গুড়ো,১/২ চা চামচ মধু,২ চা চামচ চালের গুড়ো।উপকরণগুলো ভাল করে মিশিয়ে ত্বকে লাগান।২০-২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

২। ত্বক পরিষ্কার করতে: ত্বক ভিতর থেকে পরিষ্কার করতে কাঁচা হলুদ দারুন কাজ করে। কাঁচা দুধ ও কাঁচা হলুদের রস মিশিয়ে খান।এটি ভিতর থেকে রক্ত পরিষ্কার করে ত্বক উজ্বল করে ও ত্বক পরিষ্কার হয়। সপ্তাহে ১ দিন এই মিশ্রণ পান করে দেখুন কেমন কাজ করে।

৩। ব্রণের সমস্যা দূর করতে: ১ টা নির্দিষ্ট বয়সের পর আমরা অনেকে ব্রণের সমস্যায় ভুগি। এটি এমন একটা বিরক্তকর জিনিস যা আপনার ত্বকের সৌন্দর্য্য পুরোপুরি নষ্ট করে দেবে। ব্রণের চিকিৎসায় কিন্তু কাঁচা হলুদের জুড়ি মেলা ভার।কাঁচা হলুন ও নিম পাতা বেটে মুখে লাগান।দেখবেন দুদিনে ব্রণ মিলিয়ে যাবে ত্বকে কোন দাগ হবে না।

৪। দাগ দূর করতে:ব্রণের দাগ,বসন্তের দাগ,রোদে পোড়া দাগ দূর করতে কাঁচা হলুদ অনেক ভাল কাজ করে। কাঁচা হলুদ,নিম পাতা,চন্দন সমপরিমানে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ দূর হয়ে যাবে। জেনে নিলেন তো কাঁচা হলুদের ব্যবহার।

তাহলে চটপট লেগে পড়ুন রুপচর্চায়। খুঁজে বের করুুন নিজের সমস্যা আর দেখে নিন সমাধান। ত্বকের সব সমস্যা এবার দূর করে ফেলুন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024