শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মেকে বাদ দিয়েই ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতারা ব্রেক্সিট নিয়ে আলোচনার টেবিলে। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় রাতে এ আলোচনায় বসার কথা তাদের।
উল্লেখ্য, ইইউ নেতৃবৃন্দের এক সম্মেলনে যোগ দেয়ার জন্য ব্রাসেলসেই ছিলেন তেরেসা মে।
ইউই নেতারা সিদ্ধান্ত নেন তিনি সম্মেলন ছেড়ে যাওয়ার পরই আলোচনায় বসবেন তারা। আলোচনার মুখ্য বিষয়বস্তু হলো ব্রেক্সিট সমঝোতা এবং প্রধানমন্ত্রী মে আর্টিকেল ৫০ সক্রিয় করার পরবর্তী কর্মপন্থা নিয়ে কৌশল নির্ধারণ করা। এ খবর দিয়েছে স্কাই নিউজ।
এদিকে ইউ পার্লামেন্টের সদস্যরা দাবি করছেন এই পরিকল্পনায় পার্লামেন্টের ব্রেঙিট সমঝোতাকারী গাই ভারহোফস্টাডট’কে রাখা হয়নি।
ভারহোফস্টাডট বলেন, জোটভুক্ত সরকারগুলো যদি ইইউ পার্লামেন্টের ভূমিকা গুরুত্ব সহকারে না নেয় তাহলে আমরা সরাসরি বৃটিশদের সঙ্গে সমঝোতা করবো। তারা যদি এটাই চায় তাহলে সেটাই হবে।
ওদিকে, বৃটেনের ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস বলেছেন, ব্রেঙিট নিয়ে তার সরকারের পরিকল্পনা ফেব্রুয়ারির আগে প্রকাশ করা হবে না। আর তিনি সম্ভাব্য সব রকমের সমঝোতার জন্য দরজা খোলা রাখবেন।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, এই আলোচনা থেকে স্পষ্ট যে, ইউকের ইইউ ছাড়ার বাস্তবতার মুখোমুখি হচ্ছে ব্রাসেলস। খবরে আরো বলা হয়, একটি খসড়া চুক্তির অধীনে বৃটেনের সঙ্গে ব্রেক্সিট আলোচনার জন্য শীর্ষ সমঝোতাকারী নিয়োগ করা হবে ইউরোপীয় কমিশনে। ইইউ জোটভুক্ত ২৭ দেশ ওই খসড়া চুক্তি নিয়ে আলোচনা করবে।