শনিবার আবারো বিমানের ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে। বিদেশগামী বিমানের নির্ধারিত ফ্লাইট BG 604 বাতিল করা হয়। ফলে প্রবাসী ২২০জন যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়েন।
এ সময় বিমান কর্মকর্তারা যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে গত শুক্রবারের মতো আবারো তারা প্রতিজ্ঞাবদ্ধ হোন যে যাত্রীদের পরবর্তী ফ্লাইটে গন্তব্যে প্রেরণের।
বিমানের ডিস্ট্রিক্ট ম্যানেজার নিজাম উদ্দিন জানান, প্রকৃতপক্ষে এয়ারক্রাফট স্বল্পতার জন্যই এ সংকটের সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান, আগের দিন যারা সিলেটে আটকা পড়েছিলেন তাদের সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকায় পাঠানো হয়।
Leave a Reply