অন্যকিছু ডেস্ক: চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ খুশকি। শীতে ত্বক শুষ্ক হয়ে খুশকির প্রকোপ বেড়ে যায়। এতে চুল উজ্জ্বলতা হারায়, মলিন দেখায় আপনাকে। ফলে এই আবহাওয়ায় চুলের খানিকটা বাড়তি যত্ন প্রয়োজন।
রুক্ষ এই চুলের সমাধানের জন্য তো আর আমরা প্রতিদিন পার্লারে যেতে পারিনা। এতে সময় ও অর্থের ব্যয় তো হবেই সাথে স্থায়ী কোন সমাধানও মিলবে না।
তাই বলে চুলের যত্ন নেবেন না তা কি করে হয়। এ নিয়ে চিন্তার কিছু নেই, কিছু পদ্ধতি মানলে আপনি চাইলে ঘরে বসেই চুলের খুশকি তাড়াতে পারবেন!
চলুন তাহলে আমরা জেনে আসি, কীভাবে আমরা ঘরে বসে মাত্র এক মিনিটে খুশকিকে চিরতরে বিদায় করতে পারি!
নিচে কিছু নিরাপদ উপায় আলোচনা করা হল: প্রথমে চুল ভিজিয়ে নিন। এরপর এক টেবিল চামুচ খাবার সোডা নিয়ে চুলের গোড়ায় লাগিয়ে ম্যাসেজ করুন। এক মিনিট পর ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন।
তবে খেয়াল রাখবেন এভাবে চুল ধোয়ার সময় বা পরে কখনও শ্যাম্পু ব্যবহার করবেন না।
বড় দুই চামুচ পাঁতি লেবুর রস ভালো করে চুলের গোড়ার স্তরে লাগিয়ে নিন। এর কিছুক্ষণ পরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া বড় এক কাপ পানি নিয়ে তার মধ্যে বড় এক টেবিল চামুচ পাঁতি লেবুর রস মিশিয়ে নিন।
এরপর এই পানি দিয়েই পুরো চুল ধুয়ে ফেলুন। এই পদ্ধতি ব্যবহারের প্রথম দিকে আপনার চুল হয়ে উঠতে পারে শুষ্ক। কিন্তু চিন্তার কোনও কারণ নেই, এতে আপনার চুলের গোড়া থেকেই প্রাকিতিকভাবে তেল উৎপন্ন হবে। আপনি নিজেই অনুভব করতে পারবেন খুশকি কমে গেছে।