বিশ্বের সবচেয়ে বড় ভবনটি নির্মিত হতে যাচ্ছে চীনে। যার উচ্চতা ১০০ মিটার উঁচু হবে বলে জনিয়েছের এর প্রকৌশলীরা। নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার নামের এ ভবনটি হবে চীনের সার্বিক উত্থানের একটি প্রতীক। এই ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ হওয়ার পথে।
নিউ সেঞ্চুরি গ্লোবাল সেন্টার ভবনটি হবে সিডনি অপেরা হাউজের আকৃতির আদলে নিমিত প্রায় ২০টি ভবনকে ধারণ করতে পারবে। যা কিনা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের তুলনায় এটি ৩ গুন বড়। নিউ ভবনের সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সংযোজন করা হয়েছে সমুদ্রের থিম। এ প্রস্তাব অনুযায়ী একটি কৃত্রিম সমুদ্র সৈকত ও সূর্যের ব্যবস্থা থাকছে। বিশ্বের সবচেয়ে বড় এ ভবনটিতে আরও থাকছেঅফিস, থিয়েটার, হোটেল, শপিং মল ও কৃত্রিম ভূমধ্যসাগরীয় গ্রাম।
Leave a Reply