বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:২৯

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৯শে আগাস্ট সিলেটে হরতাল

ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৯শে আগাস্ট সিলেটে হরতাল

 

 

 

 

 

 

 

 

 

সেলিনা আক্তার. সিলেট থেকে: বিএনপি কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট জেলা ও মহানগরে ২৯ অগাস্ট হরতাল ডেকেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ।

ইলিয়াস আলী নিখোজের প্রায় দুই বছর হতে চলেছে। এরই মধ্যে তার ভাই আসকির আলী লন্ডনে এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে দাবী করেন তার ভাই এখনো জীবিত আছেন। এবং হাসিনা সরকারের নিয়ন্ত্রনাধীন ভারতের দমদম কারাগারে বন্দি আছেন। এই খবব লন্ডন ও সিলেটের মতো সারা দেশে তুমুল ঝড় তুলে। ওই বক্তব্যের পর তা নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। ইলিয়াস আলীর ভারতের কারাগারে আটক থাকার একটি খবর প্রকাশের পর শনিবার সিলেট নগরীতে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।

ইলিয়াসের সন্ধান দাবিতে দুপুরে ধোপাদিঘীর পার থেকে একটি মিছিল বের করে সংগ্রাম পরিষদ। এরপর চৌহাট্টা এলাকায় সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মোহন মিয়া, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফ্ফার, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শামসুজ্জামান জামান, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল প্রমুখ।

প্রসঙ্গত: গত বছরের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনছার আলী। ইলিয়াস আলী রুপসী বাংলা হোটলে থেকে বনানীস্থ তার বাসা সিলেট হাউসে ফিরছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024